প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, ঠিকাদারের গাফলতির কারণে জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যা কোনো মতেই মেনে নেয়া যায় না। আমি ইতিমধ্যেই ঠিকাদারকে কয়েকবার নোটিস করেছি। ঠিকাদার নোটিস পেয়ে কিছু কাজ করে আবার থেমে যায়। আবারও আমি পৌরসভার প্রকৌশল বিভাগের মাধ্যমে ঠিকাদারকে দ্রুত সড়কের কাজ সম্পন্ন করার জন্য নির্দেশনা দিবো।
পৌরসভার ৬নং ওয়ার্ডের নির্মাণাধীন সাফুয়া-জয়গঞ্জ সড়কের কাজ পরিদর্শনকালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, এই সড়কটি গত ৪/৫ বছর ধরে ঝুলছে। এতে এলাকাবাসী কষ্ট পাচ্ছে। তা মোটেও মেনে নেয়া যায় না। আমি মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পরও নির্মাণাধীন সড়কের বেহাল দশা দেখেছি। পরবর্তীতে ঠিকাদারকে ডেকে দ্রুত কাজ করার নিদের্শ দিয়েছি। তারপরও এখন পর্যন্ত কাজ শেষ করেনি তারা। তবে এখন থেকে আমি নিজেই বিষয়টি নজরদারি করবো। এ সময় তিনি সড়কের সামনে থাকা বিদ্যুতের খুঁটি ও দোকানঘর দ্রুত অপসারণ ও স্থানান্তরের নির্দেশ দেন।
সড়ক পরিদর্শনকালে পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, স্থানীয় কাউন্সিলর মাজহারুল আলম মিরন, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, পল্লী বিদ্যুতের পরিচালক বাচ্চু মিয়াসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় কোটি টাকা ব্যয়ে পৌরসভার ৬নং ওয়ার্ডের সাফুয়া-জয়গঞ্জ সড়কের নির্মাণ কাজ সাবেক পৌর মেয়র মাহফুজুল হকের সময়ে শুরু হয়। কিছু কাজ করার পর ঠিকাদার কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে বর্তমান মেয়র ঠিকাদারকে নোটিস করে কাজটি প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসেন।