বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০০:০০

কচুয়ায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম হোসেনের গণসংযোগ
মোহাম্মদ মহিউদ্দিন ॥

চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন দিনব্যাপী কচুয়া পৌর এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে কোয়া চাঁদপুর বাজার সংলগ্ন বাইতুল জান্নাত জামে মসজিদের নির্মাণাধীন কাজের শুভ উদ্বোধন, আওয়ামী লীগ নেতা মরহুম মঞ্জুর আহমেদ সুজনের কবর জিয়ারত, পথসভা শেষে দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরের বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মধ্যাহ্ন ভোজ শেষে বিকেলে পৌর বাজারে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন।

এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে জনগণকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। আপনারা বিএনপি-জামাতের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিবেন না। তাহলে এ দেশকে পাকিস্তান-শ্রীলংকায় পরিণত করবে বিএনপি। এ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতেই এ দেশ নিরাপদ।

এ সময় তাঁর সাথে ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিয়া মোঃ শাহাদাত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার ও আব্দুল বাতেন সরকার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনসুর আহমেদ কেনু, মনির হোসেন প্রধান, জাবরুল হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, শরিফুল ইসলাম রনি, জেলা পরিষদের সাবেক সদস্য জোবায়ের হোসেন, কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল আলম টগর, সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর, গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালালসহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়