প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০০:০০
চট্টগ্রামের জামালখান এলাকায় বিএনপি-জামাত শিবির ক্যাডার কর্তৃক ১৪ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাস্টারদা সূর্য সেন, অগ্নিকন্যা প্রীতিলতা, ড. মোঃ শহীদউল্যার ম্যুরাল ও দেওয়াল চিত্র ভাংচুরের প্রতিবাদে এবং অবিলম্বে এসব সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২১ জুন বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সম্মিলিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান, সংসদ ও অন্যান্য সকল মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনের আয়োজনে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
এতে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রগতিশীল নেতা ব্যাংকার মুজিবুর রহমান, অজিত সাহা, বাসুদেব মজুমদারসহ অন্যরা বক্তব্য রাখেন। পরে চাঁদপুরের প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছেন তারা।