প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চরমেয়াশা গ্রামে জমজমাট জুয়ার আসর চলে আসছে। প্রতিদিন সন্ধ্যার পর এক শ্রেণির পেশাদার জুয়াড়ি এখানে জুয়া খেলে থাকে। এ জুয়ার আসরে প্রতিদিন লাখ টাকার উপরে জুয়া খেলা হয়।
কোরবান ও তার সাথে ক’জন মিলে নদীর পাড়ে মন্দিরের নিকটে জুয়ার আসর বসায়। তারা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায় না। কয়েক বছর ধরে এ গ্রামে জুয়ার আসর চলে আসছে। গ্রামের চারপাশে নদী হওয়ায় রাতের বেলায় তো দূরে থাক দিনের বেলায়ও প্রশাসনের কেউ সেখানে না যাওয়ায় তারা এ জমজমাট জুয়ার আসর বসিয়ে থাকে। এ গ্রামটা এখন জুয়ার জন্য নিরাপদ স্থান।
জুয়াড়ি সন্ধ্যার পর দক্ষিণ মৈশাদী দিয়ে নৌকা পার হয়ে চরমেয়াশা গ্রামে চলে আসে জুয়া খেলার জন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, কয়েক বছর ধরে কোরবানের নেতৃত্বে প্রতিদিন সন্ধ্যার পরে জুয়ার আসর চলে আসছে। বিভিন্ন স্থান থেকে পেশাদার জুয়াড়িরা এখানে জুয়া খেলতে আসে। প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হয়।
এ ব্যাপারে মোবাইল ফোনে কোরবানের সাথে কথা হলে তিনি বলেন, আমি জুয়ার আসর বসাই না।