প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেছেন, জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে দেশের মধ্যে এ জেলা পরিষদকে একটি মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তুলতে হবে। উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপ-সচিব) মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম কবির হোসেন, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান শেফালী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান মানিক পাটোয়ারী, বিল্লাল হোসেন, খোরশেদ আলম, আয়েশা রহমান, আলাউদ্দিন সরকার, জান্নাতুল ফেরদৌসি প্রমুখ।