শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০

মেয়র জিল্লুর রহমান জুয়েলের কৃতজ্ঞতা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল টানা দশদিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। এখন তিনি অনেকটাই সুস্থ। তবে যেহেতু তাঁর শরীরে অস্ত্রোপচার হয়েছে, তাই তাঁকে আরো বেশ কিছুদিন পুরোপুরি বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকগণ।

মেয়র জিল্লুর রহমান জুয়েল এক প্রতিক্রিয়ায় প্রথমে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। একইসাথে তিনি তার এই অসুস্থতার সময় যাঁরা তার পাশে ছিলেন, তার জন্য দোয়া করেছেন, তার চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন তাঁদের প্রতি তিনি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ করে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি তাঁর অসুস্থতা সত্ত্বেও মেয়রকে দেখতে আসায় তিনি তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে দলীয় নেতা-কর্মী, প্রশাসনের কর্মকর্তা, বন্ধুমহল, পৌর কর্মকর্তা-কর্মচারী, শুভাকাক্সক্ষী ও সাধারণ জনগণ যাঁরা প্রতিদিন তাঁর খোঁজ খবর নিয়েছেন, তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন, অনেকে হাসপাতালে নির্ঘুম রাত কাটিয়েছেন তাঁদের প্রতি মেয়র জিল্লুর রহমান জুয়েল অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, সরকারি এই হাসপাতালে ভর্তি হওয়া এবং এখানে চিকিৎসা নেয়াটা আমার সঠিক সিদ্ধান্ত ছিলো। হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টরা অসম্ভব রকমের সেবা দিয়েছেন সে জন্যে তাঁদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমি সাধারণ মানুষের ভালোবাসায় অভিভূত। আমি তাঁদের কাছে ঋণী হয়ে রইলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়