শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০০:০০

ঢাকাস্থ হাজীগঞ্জ-শাহরাস্তির নাগরিক সমাজের উদ্যোগে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের নাগরিক সংর্বধনা
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের কৃতী সন্তান আইইবি, ঢাকা কেন্দ্রের নব-নির্বাচিত চেয়ারম্যান, পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনকে নাগরিক সমাজের পক্ষ থেকে এক সংবর্ধনা দেয়া হয়। ঢাকাস্থ হাজীগঞ্জ-শাহরাস্তির নাগরিক সমাজের উদ্যোগে এই নাগরিক সংর্বধনা দেয়া হয়।

গত শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মোস্তফা কামাল।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সাবেক সচিব সিরাজুল ইসলাম, সাবেক সচিব ফারুক হোসেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ এবিএম মাকসুদুল আলম, সাবেক কর কমিশনার মোঃ আব্দুল মালেক, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ মিয়া, সাবেক অতিরিক্ত সচিব নাজমুল আহসান মজুমদার, সাবেক অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুল হক তালুকদার, সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডঃ মোঃ হুমায়ন কবির সহ সরকারের বর্তমান ও প্রাক্তন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, সমাজসেবকসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ করে ঢাকাস্থ হাজীগঞ্জ-শাহরাস্তির তরুণদের উপস্থিতি লক্ষ্যণীয় ছিলো। অনুষ্ঠানে বক্তারা প্রকৌশলী মোহাম্মদ হোসাইনের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন এবং তাঁকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাজীগঞ্জ-শাহরাস্তির এমপি হিসেবে দেখার প্রত্যাশা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়