প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০০:০০
আজ ১৮ জুন রোববার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায় ক্যাম্পেইনটি সফল করতে জেলার ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুর অভিভাবকসহ সুধীজনদের সহযোগিতা কামনা করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন। শিশু মৃত্যুর ঝুঁকি কমানের লক্ষ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল (১০০০০০ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল (২০০০০০ আইইউ) খাওয়ানো হবে। চাঁদপুর জেলার ৮ উপজেলা ও ২টি পৌরসভার ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৩৮,১৯২ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩,০৯,৭৫৫ জন শিশুকে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুরূপভাবে চাঁদপুর পৌরসভাও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করেছে। পৌরসভার নিজস্ব ব্যবস্থাপনায় আজ ১৫টি ওয়ার্ডে শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই লক্ষ্যে পৌরসভার ১৫ ওয়ার্ডে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। সকাল ৯টায় পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানা যায়।