প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০০:০০
নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নামটি হয়তো অনেক দিন মনে রাখবে চাঁদপুরের উদীয়মান ক্রিকেটাররা। সেমি-ফাইনাল ম্যাচে ঢাকার শক্তিশালী আগা নগর সরকারি হাই স্কুলকে হারিয়ে সেই স্বপ্নটি ধরে রাখলো তারা। চাঁদপুর গণি মডেল হাই স্কুল পড়ুয়া ক্রিকেটাররা কাল ১৯ জুন সোমবার দিনাজপুর একাডেমি হাইস্কুলকে হারাতে পারলে চলতি বছর প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে দেশসেরা ক্রিকেট দল হিসেবে শিরোপা জয়লাভ করবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে শনিবার (১৭ জুন) চাঁদপুরের দলটি সেমি-ফাইনালে মুখোমুখি হয় ঢাকা আগা নগর হাইস্কুলের সাথে। গণি মডেল হাই স্কুলের ক্রিকেটাররা আগা নগর হাইস্কুলকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার স্বপ্নটা টিকিয়ে রাখলো।
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলো শুরু হয় প্রথমে জেলা পর্যায়ে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল সুযোগ পায় বিভাগীয় পর্যায়ে খেলার। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়া দলগুলো জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়ে যায়।
জাতীয় পর্যায়ের খেলাগুলো ঢাকার মিরপুর সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত হলেও টুর্নামেন্টের সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলার ভেন্যু হিসেবে রাখা হয়েছে নারায়ণগঞ্জ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকে। এ টুর্নামেন্টের ফাইনালে প্রথমবারের মতো চাঁদপুরের কোনো হাইস্কুল সেমি-ফাইনালে খেলে ফাইনালে ওঠার সুযোগ পেলো।
শনিবার ( ১৭ জুন) নারায়ণগঞ্জ মাঠে প্রথমে ব্যাট করে ঢাকার আগা নগর সরকারি হাই স্কুল। তারা ২২ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রান করে। বল হাতে চাঁদপুরের পক্ষে সালমান জাহান ৯ ওভারে ৪ মেডেন সহ ১৫ রানে ৪টি উইকেট তুলে নেন।
চাঁদপুর গণি মডেল হাই স্কুল ৮৯ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। ৩০ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ৯০ রান করে এবং ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন।
জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে চাঁদপুর চট্টগ্রাম বিভাগের ফাইনালে চট্টগ্রাম বন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাথে হেরে রানারআপ হয়। বিভাগীয় পর্যায়ের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিলো চাঁদপুর স্টেডিয়ামে।
গণি মডেল হাইস্কুল চট্টগ্রাম বিভাগে রানারআপ হয়েও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। ১৩ জুন ঢাকা মিরপুর সিটি ক্লাব মাঠে হবিগঞ্জ রিচি হাইস্কুলকে ১০৩ রানে হারিয়ে জাতীয় পর্যায়ের দ্বিতীয় রাউন্ডের খেলার সুযোগ পায়। ১৫ জুন নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ৬ রানে হারিয়ে সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন।
চাঁদপুর গণি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন ও দলের কোচ পলাশ কুমার সোমসহ টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়রা চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন, তাদের দলটি যেন দেশসেরা স্কুল ক্রিকেট দল হিসেবে শিরোপা জয়লাভ করতে পারে।
গনি মডেল হাইস্কুল ক্রিকেট দলের খেলোয়াড়রা হলেন : সালমান, আইয়ান, মাহমুদুল হাসান, আইমন, সিফাত, রাফিদ, ইয়াসিন, মাহান গাজী, হামিম, মুনতাসির, রজত, হামজালা, অতুন সাহা ও আবদুর রাজ্জাক নিলয়। কোচ পলাশ কুমার সোম।