শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুন পাঠান সম্পাদক ফরহাদ
শামীম হাসান ॥

ফরিদগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জুন) জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা ও ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

দ্বিতীয় অধিবেশনে প্রেসক্লাবের পরবর্তী মেয়াদের কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। এতে পরবর্তী তিন বছর জন্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দুই পদেই ভোট গ্রহণ হয়। মোট ভোটার হচ্ছেন ৫৩ জন। দুটি পদের বিপরীতে দুজন সভাপতি প্রার্থী এবং চারজন সাধারণ সম্পাদক প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে দৈনিক মানবজমিনের ফরিদগঞ্জ সংবাদদাতা ও দৈনিক চাঁদপুর দর্পণের ফরিদগঞ্জ অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামালকে পরাজিত করে দৈনিক ইনকিলাব পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ পাঠান নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে ভোটের লড়াইয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক ‘আনন্দ বাজার’ পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা, দৈনিক চাঁদপুর কণ্ঠের নিজস্ব প্রতিনিধি ও ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ফরহাদ। সাধারণ সম্পাদক পদে অপর তিন প্রার্থী ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের ফরিদগঞ্জ ব্যুরো প্রধান প্রবীর চক্রবর্তী, দৈনিক চাঁদপুর প্রবাহের ফরিদগঞ্জ প্রতিনিধি আমান উল্লাহ আমান ও দৈনিক চাঁদপুর বার্তার ফরিদগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন সৈকত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়