প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০
![আজ পুরানবাজার কলেজে জেলার সকল প্রধান শিক্ষকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা](/assets/news_photos/2023/06/17/image-34399.jpg)
চাঁদপুর জেলার সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ-আমাদের করণীয়’ শীর্ষক এই মতবিনিময় সভা আজ শনিবার সকাল ১০টায় পুরানবাজার ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), পুরাণবাজার ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি ডাঃ জাওয়াদুর রহিম ওয়াদুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ। স্বগত বক্তব্য রাখবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষবোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম।