প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি একদিনের সংক্ষিপ্ত সফরে চাঁদপুরে এসেছেন। গতকাল ১৬ জুন শুক্রবার রাতে তিনি চাঁদপুরে পৌঁছেন। আজ ১৭ জুন সকাল ১০টায় পুরাণবাজার ডিগ্রি কলেজ মাঠে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি যোগদান করবেন। সকাল ১১টায় চাঁদপুর পৌর ছাত্রলীগের উদ্যোগে ১৩নং ওয়ার্ডে উঠোন বৈঠক ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাকন গাজীর উদ্যোগে ক্যান্সার রোগীকে ঘর প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন। বেলা ১২টায় চাঁদপুর থেকে নৌ পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।