প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০
![হাইমচরে অটোবাইক দুর্ঘটনায় চাঁদপুর শহরের মৎস্য ব্যবসায়ী নিহত](/assets/news_photos/2023/06/17/image-34397.jpg)
হাইমচরে অটোবাইক দুর্ঘটনায় খোকন সিকদার (৪৫) নামে একজন মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ১৬ জুন ভোর ৬টায় চরভৈরবী ইউনিয়নের সাবু মাস্টার মোড়ে ব্যাটারিচালিত অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোকন চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড যমুনা রোড নিবাসী মরহুম নূরু মিয়া সিকদারের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, খোকন সিকদার (৪৫) প্রতিদিনের মত ভোরে পাইকারী মাছ কেনার জন্যে ব্যবসায়ীদের সাথে অটোবাইকে করে চাঁদপুর থেকে চরভৈরবী মাছ ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে হাইমচর-চরভৈরবী সড়কের সাবু মাস্টার মোড় এলাকায় অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি অটোবাইকের নিচে চাপা পড়েন। সেখান থেকে অটোবাইকের ড্রাইভার দেলোয়ারসহ অন্যরা মিলে তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নাজমুন নাহার বলেন, ফজরের আজানের সময় সে আমার বাসা থেকে বের হয়ে মাছ কিনতে যায়। আমরা তার মৃত্যুর খবর পেয়ে হাইমচর হাসপাতালে ছুটে যাই।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন জানান, হাসপাতাল থেকে মৃত্যুর খবরটি জানানো হলে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। আমরা এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।
পরে খোকন সিকদারের লাশ চাঁদপুর শহরের ক্লাব রোড এলাকায় নিয়ে আসলে বাদ আছর রেলওয়ে শ্রমিক কলোনী জামে মসজি মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র আলী আহম্মেদ সরকার, ৭ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক সেলিম রেজা, ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন, পরিবারের পক্ষে মোঃ মোস্তফা প্রমুখ। পরে রেলওয়ে কবরস্থানে তাকে দাফন করা হয়।