প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে সম্মেলনের সফলতা কামনা করে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর বিলবোর্ড কে বা কারা ছিঁড়ে বিনষ্ট করে ফেলেছে। এই দৃশ্য দেখে দলের নেতা-কর্মীরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
দেখা গেছে যে, জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর বেশ কিছু বিলবোর্ড, ফেস্টুন শহরের ষোলঘর ও সার্কিট হাউস এলাকায় ধারালো কিছু দিয়ে কেটে নষ্ট করে ফেলে। যে বা যারাই এ কাজ করুক এটাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন দলের নেতা-কর্মীরা। এমন প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে বলে তারা আশঙ্কা করছেন। এসব অপরাজনীতি থেকে বিরত থাকতে নেতা-কর্মীরা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।