প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০০:০০
![সন্তানদের ফেসবুক, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলতে শিখিয়ে সত্য কথা বলতে উদ্বুদ্ধ করুন](/assets/news_photos/2023/06/14/image-34281.jpg)
চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন মঙ্গলবার বেলা ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সামাজিক সমস্যা নিরসনে ইমামগণ মসজিদে জুমার প্রাক খুতবায় বক্তব্য রাখেন। আর এই বক্তব্য সব শ্রেণী-পেশার মুসল্লি মনোযোগ সহকারে শোনেন। আমাদের যিনি রাষ্ট্রপতি তিনিও এ বক্তব্য শুনেন। সুতরাং আপনারা মসজিদের ইমাম এবং সমাজের নেতা। আমি মনে করি আপনারা হলেন হাসান ইমাম। অর্থাৎ ভালো ইমাম। তিনি আরো বলেন, আমরা আমাদের সন্তানদের ফেসবুককে না বলি, মাদককে না বলি, সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলি, সদা সত্য কথা বলি এ বিষয়ে উদ্বুদ্ধ করি। আমরা যখনই বক্তব্য রাখি, আমাদের প্রত্যেকের কথার মধ্যে বিভিন্ন বার্তা আছে। আর সেই বার্তা হবে সামাজিক সমস্যা নিরসনের জন্য।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ইফার উপ-পরিচালক মোঃ রুহুল আমিন।
ইফার ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, বিষ্ণুপুর বাইতুল আমিন জামে মসজিদের খতিব মুফতি আবু বকর বিন ফারুক, মাওঃ মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ সোলায়মান। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পর্যায়ের মসজিদের ইমামগণ, ইফার ফিল্ড সুপারভাইজার ও মডেল মসজিদের কেয়ারটেকারগণ।