শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০০:০০

গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার ॥

গাছ কাটতে গিয়ে নিচে পড়ে জামাল খান (৬৫) নামে এক শ্রমিক মারা গেছেন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জামাল খানের বাড়ি চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডীতে। তিনি পেশায় গাছ কাটার শ্রমিক।

গাছ কাটার সময় জামাল খানের সাথে থাকা আরেক শ্রমিক আল আমিন জানান, আমরা তিনজন মিলে সকালে ওই এলাকায় একটি জয়তুন গাছ কাটছিলাম। জামাল খান গাছের ডাল কাটতে উঠে হঠাৎ করে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করেন। পরে আমরা লাশ বাড়িতে নিয়ে আসি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশান্ত কুমার বিশ্বাস বলেন, ওই ব্যক্তিকে গুরুতর আহতাবস্থায় আনা হয়। চিকিৎসা দেয়া হলে কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, এই ঘটনার বিষয়ে কেউ আমাদেরকে জানায় নি। তবে পরিবারের লোকদের কোনো অভিযোগ পেলে আমরা আইনী ব্যবস্থাগ্রহণ করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়