শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০০:০০

কারাবন্দি বিএনপি নেতার হাসপাতালে মৃত্যু
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা কারাগারে হার্ট অ্যাটাকে পৌর বিএনপির সাবেক নেতা মোঃ আলম খানের (৫০) মৃত্যু হয়েছে। ৫ জুন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

আলম খান চাঁদপুর শহরের খলিশাডুলি ওয়াপদা গেইট এলাকার শামসুল হক খানের ছেলে। তিনি চাঁদপুর পৌর বিএনপির ১৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

চাঁদপুর জেলা কারাগারের ডেপুটি জেলার মোঃ ইউসুফ বলেন, সকাল ৮টা ১০ মিনিটের দিকে কারাগারে আলম খান অসুস্থতা বোধ করলে তাকে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে তার পরিবারের সদস্যদের জানানো হলে পরিবারের সদস্যরাও তাৎক্ষণিক হাসপাতালে আসেন।

আলম খানের বাবা শামসুল হক খান জানান, আইএফআইসি ব্যাংকে তার ছেলের সাড়ে ৩ কোটি টাকার ঋণ ছিল। কিন্তু ঋণের চাইতে অধিক টাকার মর্টগেজও ছিলো ব্যাংকে। এরপরও মামলার কারণে তাঁর সাজা হয়। ছেলের মৃত্যুতে তিনি কারো বিরুদ্ধে অভিযোগ করেননি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশান্ত বিশ্বাস জানান, আলম খান নামক ব্যক্তির ইসিজি করে দেখা গেছে, বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। তাকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি হাসপাতালে মারা যান।

চাঁদপুর জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মুনীর হোসাইন বলেন, গত ২১ এপ্রিল এনআই অ্যাক্টের মামলায় আসামী আলমকে কারাগারে পাঠানো হয়। সোমবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে বুকের ব্যথায় আক্রান্ত হয়ে পড়লে কারাগারের সহকারী সার্জনের পরামর্শে সোয়া ৮টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।

জেলার আরো বলেন, হাসপাতালের চিকিৎসক মৃত্যুর প্রমাণপত্রে মৃত্যুর কারণ এমআই কার্ডিওজেনিক শক উল্লেখ করেন। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বিএনপির পরিচিত এই নেতার মৃত্যুর খবরে সকালে অনেকের ঘুম ভাঙ্গে। দলীয় নেতা-কর্মী ও শুভাকাক্সক্ষীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। অনেকেই তাকে দেখার জন্য ছুটে যান হাসপাতালে। এদিন মঠখোলা এলাকায় মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে আলম খান বাবা, ভাই, স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

জেলা বিএনপির শোক

চাঁদপুর সদর পৌর বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম। তারা এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়