শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০

অ্যাডভোকেট মোখলেছুর রহমানের দাফন সম্পন্ন
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

হাজারো মানুষের উপস্থিতিতে হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমানের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার ২ জুন সকাল ১০টায় হাইমচর উপজেলার নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা জুলফিকার হাসান মুরাদ।

দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জলিল মাস্টারের পরিচালনায় জানাজার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর কণ্ঠের সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট্ব ইকবাল-বিন-বাশার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া।

নামাজে জানাজায় অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুনির চৌধুরী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, হাইমচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গাজী, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ কোতয়ালসহ রাজনীতিবিদ, সুশীল সমাজ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এই জানাজার নামাজ শেষে তার নিজ বাড়িতে আরেকটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ মোখলেছুর রহমান বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত ১ জুন রাত সাড়ে ৮টায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে.... রাজিউন)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়