প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০
![বিশিষ্ট ক্রীড়াবিদ ও লেখক আব্দুল হক মোল্লার ইন্তেকাল](/assets/news_photos/2023/06/03/image-33810.jpg)
চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিটি রোডস্থ মোল্লা বাড়ির বাসিন্দা দৈনিক চাঁদপুর কণ্ঠের নিয়মিত লেখক, সাবেক ফুটবলার, অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার আলহাজ্ব মোঃ আব্দুল হক মোল্লা (৮১) আর বেঁচে নেই। তিনি ১ জুন বৃহস্পতিবার রাত ১১টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ষোলঘর এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
গতকাল শুক্রবার (২ জুন) বাদ জুমা ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ষোলঘর নূরানী জামে মসজিদের খতিব মোঃ লিয়াকত হোসাইন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।