প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আজ ৩ জুন শনিবার চাঁদপুরের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিবেন। তিনি আজ সকাল ১১টায় আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকেল ৩টায় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামাত কর্তৃক সন্ত্রাস, বিশৃঙ্খলা, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় যোগ দিবেন। সন্ধ্যা ৭টায় ডাঃ দীপু মনির চাঁদপুর শহরস্থ জে.এন. সেনগুপ্ত রোডস্থ নিজ বাসভবনে হাইমচর উপজেলা আওয়ামী লীগ ও হাইমচরের ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানগণের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। পরে রাত ৮টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।