শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:০০

মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। তিন যাত্রী হয়েছেন আহত। ১ জুন বৃহস্পতিবার শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা)-চাটখিল সড়কের নুনিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরিংপুর হতে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা উপজেলা সদরে আসার পথে দুর্ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ সড়কের পাশ থেকে মাটিবাহী মিনি ট্রাক সিএনজিকে সজোরে ধাক্কা মারলে তা উল্টে যায়। এতে সিএনজিতে থাকা চার নারী গুরুতর আহত হন। আহতদের দ্রুত শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ফাতেমা বেগম (৬০)কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেলে পাঠিয়ে দেয়।

আহত নুরজাহান (৪৯), ফরিদা আক্তার (৬০), রাশেদা বেগম (৫০) তারা সকলেই শাহরাস্তি উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর গ্রামের পূর্ব তফদার বাড়ির।

নিহতের স্বজনরা জানান, ওইদিন শাহরাস্তি সদরে ডাক্তার দেখাতে আসার পথে দুর্ঘটনার শিকার হন তারা। এতে ফাতেমা বেগম (৬০) নিহত হন এবং নূরজাহান, ফরিদা আক্তার, রাশেদা বেগম গুরুতর আহত হন। আহতদের আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শাহরাস্তি অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়