প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:০০
![কচুয়ায় একই পুকুরে পানিতে ডুবে দু শিশুর মৃত্যু](/assets/news_photos/2023/06/02/image-33777.jpg)
কচুয়ায় একই পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গোহট দক্ষিণ ইউনিয়নের গোহট গ্রামের মোঃ আরিফ গাজীর মেয়ে সায়েরা আক্তার আদিবা (৫) ও একই বাড়ির বাবুল হোসেনের মেয়ে ইভা আক্তার (৫) নিজ বাড়ির পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন পুকুরের পানিতে লাশ ভেসে উঠতে দেখে উভয়কে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সায়েরা খাতুন আদিবা ও ইভা আক্তার উভয়ে লতিফিয়া এনামিয়া মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। ইভার মা এনজিও ‘প্রত্যাশা’তে কর্মরত। এদিকে দুই শিশুর করুণ মৃত্যুতে পরিবারের মাঝে শোকের মাতম বিরাজ করছে।