প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:০০
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) যৌথ উদ্যোগে ১জুন ২০২৩ থেকে রাজধানীর সোবহানবাগস্থ ড্যাফোডিল প্লাজায় ৫ দিনব্যাপী হস্তশিল্প মেলা শুরু হয়েছে। সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নুরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান মাহবুবর রহমান হস্তশিল্প মেলা আয়োজনকে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে যৌথভাবে কাজ করার একটি চমৎকার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ড্যাফোডিলের মতো একটি অগ্রসর সারির বিশ্বমানের আধুনিক ইউনিভার্সিটির সাথে কাজ করতে পারাটা রাষ্ট্রখাতের যেকোনো প্রতিষ্ঠানের জন্যেই আনন্দের। আমরা চাইবো, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক সময়ে তথ্যপ্রযুক্তি ও অন্যান্য খাতে যেসব উদ্ভাবন ও নয়া জ্ঞান সৃষ্টি করতে পেরেছে, দেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের উদ্যোক্তারা তা ব্যবহার করে চতুর্থ শিল্পবিপ্লবের বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদেরকে অধিকতর দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন। আর সে ক্ষেত্রে এ খাতের পোষক কর্তৃপক্ষ হিসেবে বিসিক সবসময়ই তাদের পাশে থাকবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদেরকে শুধুমাত্র শ্রেণিকক্ষের বক্তৃতার মধ্যে আটকে না রেখে অধীত জ্ঞান ও পাঠকে প্রায়োগিক করে তুলতে চায়। আর সে কথা চিন্তা করেই ডিআইইউ তার শিক্ষা কার্যক্রমকে শিল্পের কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যে বিসিকের মতো দেশব্যাপী বিস্তৃত একটি ঐতিহ্যেবাহী প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে তার আওতায় আজ প্রায় ন'বছর ধরে কাজ করে যাচ্ছে। এ সময়ের মধ্যে এ দু'প্রতিষ্ঠান মিলে যেসব কাজ করেছে, তা নিঃসন্দেহে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পখাতের সার্বিক দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে অনেকখানি সহায়ক হয়েছে। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির উদ্যোক্তা উন্নয়ন বিভাগের প্রসঙ্গ টেনে বলেন যে, ডিআইইউই সম্ভবত বাংলাদেশে একমাত্র বিশ্ববিদ্যালয়, যেখানে উদ্যোক্তা উন্নয়নের ওপর চার বছরমেয়াদী স্নাতক অনার্স কোর্স পরিচালনা করছে।
হস্তশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইইউর ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুম ইকবাল । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের প্রকল্প পরিচালক আবু তাহের খান।
মেলায় সারাদেশ থেকে ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা ও কারুশিল্পী অংশ নিয়েছেন। তাদের উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে নকশীকাঁথা, জামদানি, বুটিক, চামড়াজাত হস্তশিল্প, নানাবিধ কারুপণ্য, মধু ইত্যাদি। এ মেলা আগামী ৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।