প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জের পশ্চিম রূপসা গ্রামে মুখোশ পরে একটি পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পিবিআই। ১ জুন বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) সূত্র জানায়, রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের তোফায়েল আহম্মেদের ঘরে বিগত ২০২১ সালের ১৭ অক্টোবর গভীর রাতে মুখোশ পরে দেশীয় অস্ত্রসহ তাঁর স্ত্রী ও দুই মেয়েকে ভয়-ভীতি দেখিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে স্বর্ণালঙ্কারসহ মালামাল ডাকাতি করে। বিষয়টি নিয়ে তদন্ত কাজে থানা পুলিশ ব্যর্থ হয়। পরে আদালতের মাধ্যমে এর তদন্তভার পিবিআইর কাছে আসলে ক্লুলেস এ ঘটনায় জড়িত ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তারা হলেন : মোঃ শুভ (২৭) ও মোঃ স্বপন (৩৬)। তারা দুজনেই পশ্চিম রূপসা এলাকার বাসিন্দা।
এ বিষয়ে পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বলেন, আমরা এ মামলার ২ জনকে গ্রেফতার করেছি। আসামীদের বর্ণনায় জানতে পেরেছি ঘটনায় জড়িত আরও ৪ জন পলাতক রয়েছে। তাদেরকে আটক করতে আমাদের অভিযান চলছে।