প্রকাশ : ৩০ মে ২০২৩, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী আজ চাঁদপুর আসছেন। তিনি সকাল ৮টায় নৌপথে রওনা হয়ে সকাল সাড়ে ১১টায় চাঁদপুর পৌঁছবেন। এরপর লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সদ্যপ্রয়াত আব্দুল মান্নান খান (মনা খাঁ), চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজীর মা প্রয়াত আমেনা বেগম এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি কাউন্সিলর আসলাম গাজীর প্রয়াত সহধর্মিণীর কবর জেয়ারত করবেন।
এরপর বিকেল ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, বিশেষ বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী এবং সম্মানিত অতিথি হিসেবে জেলা, উপজেলা আওয়ামী লীগ ও শ্রমিক লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এছাড়াও তিনি দিনব্যাপী রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।