শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ মে ২০২৩, ০০:০০

অতিরিক্ত দামে ফ্যান বিক্রি করায় সামিয়া লাইট হাউজকে জরিমানা
অনলাইন ডেস্ক

অতিরিক্ত দামে ক্লিক ফ্যান বিক্রি করায় চাঁদপুর শহরের হকার্স মার্কেটের সামিয়া লাইট হাউজকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, গত ২১ মে চাঁদপুর শহরের গুয়াখোলা রোডের বাসিন্দা পিযুষ পোদ্দার হকার্স মার্কেটের সামিয়া লাইট হাউজ থেকে একটি রিচার্জেবল ফ্যান ক্রয় করেন। ফ্যানটির কোম্পানি কর্তৃক নির্ধারিত মূল্য ছিলো ৫ হাজার টাকা। কিন্তু দোকানদার ফ্যানটি নির্ধারিত মূল্যে বিক্রি না করে ৫ হাজার ৩শ’ টাকা দামে বিক্রি করেন। ক্রেতা পিযুষ পোদ্দার ফ্যানের অতিরিক্ত দাম রাখায় এ ব্যাপারে ভোক্তা অধিকার অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নূর হোসেনের বরাবর একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ২৮ মে উক্ত অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে সামিয়া লাইট হাউজ দোষী সাব্যস্ত হয় এবং প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং সতর্ক করা হয়। পরে বিধি মোতাবেক অভিযোগকারী পিযুষ পোদ্দারের হাতে জরিমানার ২৫ শতাংশ অর্থ ১ হাজার ৫শ’ টাকা তুলে দেন ভোক্তা অধিকার অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নূর হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়