শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ মে ২০২৩, ০০:০০

কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে
শামীম হাসান ॥

ভবিষ্যৎ জীবনে আমরা কে কোন্ অবস্থানে থেকে জীবনকে উপভোগ করবো সেটি নির্ভর করবে আমাদের কর্মফলের উপর। জীবন নামক পথযাত্রায় যে যতো বেশি পরিশ্রমী ও কর্মদক্ষ হতে পারবে সে-ই একজন সফল মানুষ হতে পারবে। সেই সাথে সমাজ ও পুরো জাতির উপকারে নিজেকে আত্মনিয়োগ করতে পারবে। প্রতিটি পথযাত্রায় আমাদের স্লোগান হোক, আমরা কোথায় জন্মেছি সেটি বড় কথা নয়, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে।

ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী শিক্ষানুরাগী সম্মাননা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গীতিনৃত্যানুষ্ঠানের আলোচনা পর্বে সভাপ্রধানের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোঃ নুরুল আমিন।

শনিবার (২৭ মে) ঢাকায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রশিক্ষণ কক্ষে বিকেল ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এদিন সন্ধ্যায় আলোচনা পর্ব অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি ড. রওশন আরা ফিরোজ, সহ-সভাপতি খোন্দকার মোঃ আসাদুজ্জামান, আলপনা চৌধুরী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার সাধারণ সম্পাদক শামীম হাসান, আহ্বায়ক সানজিদা নবী আদ্রিতা ও সদস্য সচিব জাবের আলম ঈশান।

আলোচনা পর্ব শেষে শিক্ষা, ক্রীড়া, শিশু ও সাহিত্য সংগঠক এবং সমাজকর্মে অবদান রাখায় কেন্দ্রীয় মেলার পক্ষ থেকে মোঃ কলিমুল্লা মিয়াকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়। এছাড়া ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার সাপ্তাহিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রশিক্ষণে অবদান রাখায় চিত্রাঙ্কন প্রশিক্ষক অভিজিৎ রায় ও সংগীত প্রশিক্ষক স্বজন সাহাকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় পিতার মরণোত্তর সম্মাননা-পরবর্তী অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মোঃ কলিমুল্লা মিয়ার ছেলে সময় টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ লিটন।

শিক্ষানুরাগী সম্মাননা ও আলোচনা পর্ব শেষে গীতিনৃত্যানুষ্ঠান পরিবেশন করেন ত্রিপুরা, বেদে ও তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের শিল্পীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়