শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০

জাতীয় কবির ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন করলো বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ

জাতীয় কবির ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন করলো বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ
অনলাইন ডেস্ক

গতকাল ২৬ মে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর জেলা শাখার আয়োজনে শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মুক্তা পীযূষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী শাহাদাত, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুরের সভাপতি তপন সরকার, চতুরঙ্গ ইলিশ উৎসবের রূপকার ও বিজয়মেলার মহাসচিব হারুন আল রশীদ, সব্যসাচি লেখক ও সংগঠনের উপদেষ্টা ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া এবং সাহিত্য মঞ্চ চাঁদপুরের সভাপতি ও অনুবাদ শিল্পী মাঈনুল ইসলাম মানিক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কেএম মাসুদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মীরা রায় চৌধুরী, সহ-সভাপতি রোটাঃ উজ্জ্বল হোসাইন, খোদেজা মাহবুব, রুমা মুজিব, সাবেক সহ-সভাপতি ও বর্তমান কার্যকরী সদস্য মুহাম্মদ আলমগীর হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক প্রত্ন পীযূষসহ শিল্পী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ও সংগীত পরিবেশন করেন যথাক্রমে প্রত্ন পীযূষ, তাসফিয়া ফাহমী, অদিতি ঘোষ, প্রখর পীযূষ, মরিয়ম আক্তার আকিবা, ফাইজা, জুরি, শুভশ্রী, কিমিয়া, জাহিন, উর্বা, ঊষা ও মণীষা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়