প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০
![পিএসসির সদস্য মাকসুদ পাটওয়ারীকে চাঁদপুরস্থ ঢাবি সংগঠনের ফুলেল শুভেচ্ছা](/assets/news_photos/2023/05/27/image-33524.jpg)
চাঁদপুরস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘চাঁদপুরে ঢাবিয়ান’-এর পক্ষ থেকে পিএসসি’র সদস্য মাকসুদুর রহমান পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ২৬ মে শুক্রবার সকালে ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী চাঁদপুর লঞ্চঘাটে এসে পৌঁছলে ঢাবি চাঁদপুরস্থ সংগঠনের সদস্যরার তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরস্থ ঢাবির আহ্বায়ক অধ্যাপক আলমগীর বাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, চাঁদপুরস্থ সংগঠনের সাংগঠনিক সম্পাদক চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ ইউছুফ আলী খান, প্রচার সম্পাদক প্রভাষক মাসুদ পারভেজসহ অন্যরা।