শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০

এক ব্যক্তি এক ভোটের জন্যে এ দেশ স্বাধীন হলো, সেই ভোট কোথায়?
মিজানুর রহমান ॥

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘এক ব্যক্তি এক ভোটের’ জন্য এ দেশ স্বাধীন হলো, সেই ভোট কোথায় ? আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। আজকে সেই একটি ভোটের অধিকার ভূলুণ্ঠিত। এর জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচণে দাবি উঠেছে। আজকে খালেদা জিয়া কী কারণে জেলে, তার অপরাধটা কোথায়। তৎকালীন সময় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দল যখন তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলন করেছিলো, ১৭৪ দিন হরতাল করে দাবি আদায় করেছিলো। তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে সেই দাবি মেনে নিয়েছিলেন। আর আজকে সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার কৌশলে বাতিল করে দিয়েছে। সময় এসেছে সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের।

২৬ মে শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত বিরাট জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন জেলা বিএনপি কার্যালয় সম্মুখ সড়কে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে উচ্চ আদালতের নির্দেশনায় অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরী আরও বলেন, আমাদের দুর্ভাগ্য যে দেশের জন্য যুদ্ধ করেছিলাম, সেই দেশের আজ এই অবস্থা। আজকে দেশে মিটিং করতে দিবে না, মাইক দিবে না। রাস্তায় নামতে দিবে না। উল্টো বিএনপি নেতা-কর্মীদের নামে শত শত গায়েবি মামলা দিয়ে হয়রানি, নির্যাতন করবে। এই জনসমাবেশ প্রমাণ করেছে এই অবৈধ সরকারের পতন ঘটাতে চাঁদপুরের মানুষ ঐক্যবদ্ধ। বিগতদিনে প্রমাণ হয়েছে চাঁদপুরের মানুষ আন্দোলনমুখর। আমার নেত্রী জেল মেনে নিয়েছে, কারাগার মেনে নিয়েছে, নিজের ছেলের লাশ বহন করেছে। কিন্তু আপস করেন নি। আরেক ছেলে বিদেশে নির্বাসিত জীবন-যাপন করছে। দেশের জন্যে গণতন্ত্রের জন্যে বিএনপি ত্যাগ স্বীকার করে চলেছে। সময় এসেছে, ঈমানকে শক্ত করেন। আগামী ৪-৫ মাসের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় দেশের মানুষের অধিকার আদায়ের বিজয় হবে ইনশাল্লাহ্।

তিনি বলেন, আজকে দ্রব্যমূল্য শুধু ঊর্ধ্বগতি নয়, আকাশচুম্বি। মানুষ আজ দিশেহারা। সাধারণ মানুষ চাল কিনতে পারে না, তেল কিনতে পারে না, বাচ্চাদের লেখাপড়ার খরচ জোগাতে পারে না। এ রকম একটি দূর্বিষহ সময়ের মধ্য দিয়ে দেশ যাচ্ছে। মুক্তিযুদ্ধের স্লোগান ছিলো একটি যে, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো। অথচ আজকে দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, কথা বলার স্বাধীনতা নেই, ভোটের কোনো অধিকার নেই। এজন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরা, ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সমন্বয়ক ও বিএনপি নেতা আলহাজ্ব এমএ হান্নান, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ প্রমুখ।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম ও সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, সেলিমুছ সালাম, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল প্রমুখ।

এছাড়া ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মুহাম্মদ ইউনুস, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ শুক্কুর পাটোয়ারী, মতলব উত্তর বিএনপি নেতা তানভির হুদা, কৃষক দল কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার ওবায়দুল হক টিপু, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাঃ সরকার শামীম, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. আলমগীর কবির পাটোয়ারী, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দল, তাঁতীদল, মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

জনসমাবেশে সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, এই সমাবেশে যাতে না আসতে পারে সেজন্য মতলবে ও হাজীগঞ্জ বাধা দেয়া হয়েছে। তিনি বলেন, আর যদি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে কোনো কটুক্তি কথা হয় আমরা জবাব দেবো।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন জেলা ওলামা দলের সভাপতি মাওঃ জসিম উদ্দিন পাটওয়ারী।

এর আগে নেতৃবৃন্দ খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে উপস্থিত হন। এদিন এমএ হান্নানের নেতৃত্বে ফরিদগঞ্জ ও তানভীর হুদার নেতৃত্বে মতলব উত্তর বিএনপির নেতা-কর্মীদের বড় শোডাউন ছিলো চোখে পড়ার মতো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়