প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০
চাঁদপুর আধুনিক নৌ-টার্মিনাল ও লঞ্চঘাট নির্মাণ কাজ শুরু হলে লঞ্চঘাট যে স্থানান্তর করা হবে এবং টার্মিনাল ভবন করা হবে সে জায়গা পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। এ সময় তিনি বলেন, ঢাকা সদরঘাটের পরই চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ লঞ্চঘাট। সেই গুরুত্ব বিবেচনায় এখানে একটি অত্যাধুনিক নৌ টার্মিনালসহ লঞ্চঘাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে এটি নির্মিত হবে। ইতিমধ্যে নির্মাণ প্রকল্প কাজের টেন্ডার সম্পন্ন হয়ে কার্যাদেশ দেয়া হয়েছে। জুন মাসে চাঁদপুর আধুনিক লঞ্চঘাট নির্মাণ কাজ শুরু হবে।
শুক্রবার (২৬ মে) বেলা বারোটায় চাঁদপুর লঞ্চঘাট এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আরিফ আহমেদ মোস্তফা বলেন, চাঁদপুর জেলাকে সরকার গুরুত্ব দিচ্ছে। এ কারণেই ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে এখানে প্রায় শত কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক নৌ-টার্মিনালসহ লঞ্চঘাট নির্মিত হচ্ছে। ইতিমধ্যে প্রকল্পের চুক্তি ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশা করি জুন মাসে এর কাজ শুরু হবে। আমরা লঞ্চঘাট স্থানান্তর ও নতুন টার্মিনাল ভবন নির্মাণের তিনশ’ ফিট এলাকা পরিদর্শন করার জন্য এখানে এসেছি।
এ সময় বিআইডব্লিটিএ কর্মকর্তা প্রকৌশলীসহ আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, কোস্টগার্ড স্টেশন কমান্ডার নাহিয়ানসহ আরো অনেকে।
এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ স্টেট কার্যালয় ও চাঁদপুর-শরীয়তপুর হরিণা ফেরিঘাট পরিদর্শন করেন তিনি।