প্রকাশ : ২৬ মে ২০২৩, ০০:০০
![খোলা ভ্যানে পরিবহনকালে ২০ কেজি গাঁজা জব্দ](/assets/news_photos/2023/05/26/image-33483.jpg)
প্রকাশ্যে দিনে-দুপুরে রিকশা ভ্যানে করে পরিবহনকালে ২০ কেজি গাঁজা জব্দ করাসহ মোঃ মনির হোসেন সাগর (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। ২৫ মে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার এনায়েতপুর এলাকা থেকে গাঁজা ও ভ্যান গাড়িটি আটক হয়। রিকশা ভ্যানটি কুমিল্লা থেকে চাঁদপুরে যাওয়ার পথে পুলিশ চেকপোস্টে জব্দ হয়। আটককৃত মাদক কারবারি মোঃ মনির হোসেন সাগর কুমিল্লা জেলার চান্দিনা থানার মোহনপুর ইউনিয়নের কংগাই গ্রামের মোঃ আব্দুল হকের ছেলে।
পুলিশ জানায়, এনায়েতপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় পুলিশের নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযান বসে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্সসহ। এ সময় কুমিল্লা থেকে হাজীগঞ্জমুখী সন্দেহজনক একটি ভ্যানগাড়ি তল্লাশি করে ২০ কেজি গাঁজা জব্দসহ একজনকে আটক করা হয়।
উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজ জানান, পুলিশের চোখ ফাঁকি দিতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে মাদক কারবারিরা। এতোদিন বাস, সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে গাঁজা জব্দ করি। আজকে খোলা ভ্যান রিকশায় প্রকাশ্যে গাঁজা পরিবহন দেখে আশ্চর্য হয়ে গেলাম।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।