শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ মে ২০২৩, ০০:০০

চাঁদপুরে ইমামদের নিয়ে নাটাবের যক্ষ্মা প্রতিরোধ বিষয়ক মতবিনিময়
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলায় যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে মসজিদের ইমামদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)-এর উদ্যোগে বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় চাঁদপুর রোটারী ভবন মিলনায়তনে চাঁদপুর নাটাবের সভাপতি ডাঃ এমজি ফারুক ভূঁইয়ার সভাপ্রধানে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মাসুদ রানা। উন্মুক্ত আলোচনায় একাধিক ইমাম যক্ষ্মা বিষয়ে বক্তব্য রাখেন।

সভায় নাটাব সভাপতি ডাঃ এমজি ফারুক ভূঁইয়া বলেন, প্রাণঘাতী করোনার চেয়েও যক্ষ্মা মারাত্মক। করোনার মতো যক্ষ্মাও হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। তিনি যক্ষ্মাসহ বিভিন্ন মরণব্যাধি ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসচেতনতা সৃষ্টি করতে খুতবায় আলোচনা করতে মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানান। সভায় যক্ষ্মা রোগী শনাক্ত করতে ইমামদের সহায়তা কামনা করা হয়। সভায় জেলার বিভিন্ন মসজিদের ৩০ জন ইমাম অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, যক্ষ্মা একটি প্রাচীন ঘাতক ব্যাধি। প্রতি বছর বাংলাদেশে বহু লোক এ রোগে মৃত্যুবরণ করে। পূর্বে এ রোগের চিকিৎসা ছিলো না, কিন্তু বর্তমানে যক্ষ্মার চিকিৎসা ও ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। যক্ষ্মা সম্পর্কে অনেক সামাজিক কুসংস্কার রয়েছে। অনেকে যক্ষ্মাকে বংশগত ও ছোঁয়াচে রোগ বলে মনে করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়