প্রকাশ : ২৬ মে ২০২৩, ০০:০০
গতানুগতিক আয়োজন থেকে বের হয়ে সরাসরি যারা জমি ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত, কিন্তু খুব বেশি সচেতন না, এমন মানুষদের নিয়ে এবার ভূমিসেবা সপ্তাহ উদযাপন করেছে চাঁদপুর জেলা প্রশাসন। ব্যতিক্রমী এ আয়োজনটি গত বুধবার ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি, চাঁদপুর মিলনায়তনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে চার শতাধিক বিদেশ গমনেচ্ছু অংশ নেয়। তাদেরকে নির্ভেজাল জমি ক্রয়ের জন্যে নানা পরামর্শ এবং সরকারের সেবার বিষয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখছেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। ছবি ও প্রতিবেদন : চাঁদপুর কণ্ঠ।