প্রকাশ : ২৫ মে ২০২৩, ০০:০০
![ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার](/assets/news_photos/2023/05/25/image-33403.jpg)
চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর ঢালীরঘাট এলাকার ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। বুধবার দুপুর পৌনে ১টার দিকে ঢালীরঘাট শাপলা ব্রিক ফিল্ডের উত্তর পাশ থেকে ডাকাতিয়া নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) কামাল হোসেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে তারা প্রথমে চাঁদপুর সদর মডেল থানায় খবর দেয় এবং লোকজন ৯৯৯ নাম্বারে ফোন করে ঘটনাটি জানায়। পরে নৌ পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নৌ থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে ম্যাসেজ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল তৈরি করে মরদেহ উদ্ধার করি এবং ময়না তদন্তের জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় মিলেনি।
মৃত ব্যক্তির মুখে হালকা দাড়ি, গায়ে একটি নীল রংয়ের টি-শার্ট এবং পরনে ট্রাউজার ছিলো।