প্রকাশ : ২৫ মে ২০২৩, ০০:০০
আগামী ১৭ জুন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন। এ সম্মেলন নিয়ে চাঁদপুর কণ্ঠের সাথে কথা বলেছেন জেলা আওয়ামী লীগের সদস্য ড. মোহাম্মদ হাসান খান। তার সাক্ষাৎকারটি আজ প্রকাশিত হলো।
চাঁদপুর কণ্ঠ : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে ১৭ জুন ২০২৩। আপনার প্রতিক্রিয়া কী?
ড. মোহাম্মদ হাসান খান : এই সংবাদটি নিঃসন্দেহে আনন্দের। সম্মেলন হবে শুনে ভালো লাগছে। অনেকেই আমার কাছে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীরা আরো বেশি সক্রিয় হচ্ছেন। নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সম্মেলন সবার অংশগ্রহণে সুসম্পন্ন হোক, এই আশাবাদ ব্যক্ত করছি।
চাঁদপুর কণ্ঠ : এই সম্মেলনে বর্তমান নেতৃত্বের বহাল চান, না কোনো পরিবর্তন?
ড. মোহাম্মদ হাসান খান : বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত দল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দলটির কাণ্ডারি। তাঁর উপর আমাদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা রয়েছে। তিনিই চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত দেবেন। তিনি যে সিদ্ধান্ত দিবেন, তার উপরই আমার আস্থা রয়েছে।
চাঁদপুর কণ্ঠ : আপনি নিজে কি জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আসতে চান? সেটা কোন্ পদে?
ড. মোহাম্মদ হাসান খান : আমি বাংলাদেশ আওয়ামী লীগের সামান্য একজন কর্মী। আমি বিগত বছরগুলো আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। আমাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ পরিবার জেলা কমিটির যে দায়িত্ব দিবেন, সেটি পালনে সচেষ্ট থাকবো। আমার সুনির্দিষ্ট কোনো চাওয়া নেই। দলের জন্যে সবসময় নিবেদিত থাকতে চাই।
চাঁদপুর কণ্ঠ : উপরোক্ত প্রশ্ন সমূহের বাইরে আপনার কোনো বক্তব্য থাকলে তুলে ধরুন।
ড. মোহাম্মদ হাসান খান : জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। এখনই আমাদের সুসংগঠিত হওয়ার বড় সময়। সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করে বঙ্গবন্ধু কন্যাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। তিনি বাংলাদেশের নেতৃত্বে থাকলে বাংলাদেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না।