প্রকাশ : ২৩ মে ২০২৩, ০০:০০
চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রীবেশে গাঁজার বড় চালান পাচারকালে নৌ থানা পুলিশের হাতে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার হয়েছেন এক মাদক ব্যবসায়ী। তার নাম বাদশা (৩০)।
২২ মে সোমবার দুপুর আড়াইটায় চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামানের নির্দেশে এসআই (নিঃ) সুমন দে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চাঁদপুর লঞ্চঘাটে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় তার কাছ থেকে বিশেষ কৌশলে মোড়ানো গাঁজার বারোটি প্যাকেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া বাদশা গাজীপুর জেলার শ্রীপুর থানার কাউরাত, মধ্যপাড়া, এলাকার মোরশেদ আলমের ছেলে। সে গাঁজাগুলো কুমিল্লা থেকে নিয়ে আসে।
চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, দেশের বিভিন্ন স্থানের মাদক কারবারীরা চাঁদপুর নৌপথকে দীর্ঘদিন ধরে নিরাপদ রূট হিসেবে ব্যবহার করে আসছে। আজকে আমরা গোপন সংবাদ পেয়ে ঘাটে অবস্থান করি। তারপর গাজীপুরের বাদশাকে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।