প্রকাশ : ২৩ মে ২০২৩, ০০:০০
![ভালো কাজে মানুষ আমাদের মনে রাখবে](/assets/news_photos/2023/05/23/image-33308.jpg)
সময় পরিবর্তন হয়েছে, ভালো কাজ করতে হবে, ভালো কাজে মানুষ আমাদের মনে রাখবে। সোমবার (২২ মে) হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়, বিকেলে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিস ও দেশগাঁও ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক আরো বলেন, আমি চাঁদপুরের ২১তম জেলা প্রশাসক, আমার আগে আরো অনেকেই ছিলেন, যারা ভালো কাজ করেছেন, তাদেরকে মানুষ স্মরণ করেন, মনে রাখেন। তেমনি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজীগঞ্জে ২৮তম উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি যদি ভালো কাজ করেন মানুষ তাকে স্মরণ রাখবে, তার কথা বলবে।
দেশগাঁও ডিগ্রি কলেজ পরিদর্শনকালে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষক হিসেবে আপনার কঠিন কাজটি করছেন। তরুণ প্রজন্মকে শিক্ষা প্রদান করছেন। শিক্ষাটা এমনভাবে প্রদান করবেন, যেনো মফস্বলের একজন শিক্ষার্থী মেডিকেলে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়।
জেলা প্রশাসক কামরুল হাসান গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদে গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু। তিনি পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদেরকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন। ভবনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নিগার সুলতানা প্রমুখ।