প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০
মেঘনায় গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
ঈদে বেড়াতে এসে আদিবুরের আর ঢাকা ফেরা হলো না
ঈদে বেড়াতে চাঁদপুর এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে আদিবুর রহমান (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। ২৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার মৎস্য আড়ত সংলগ্ন নদীর পাড়ে এ ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়ে তার খোঁজ পায়নি ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের ডুবুরি দল।
|আরো খবর
আদিবুর রহমান ঢাকা বাদামতলী এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে ঈদ উপলক্ষে লক্ষ্মীপুর ইউনিয়নের দোকানঘরে তার বড় ভাই মাওলানা আশিকুর রহমানের শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। আদিবুর ঢাকা সাইনবোর্ড এলাকার জামেয়া আশ্রাফিয়া শান্তিধারা মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য টিটু ও নিহতের স্বজনরা জানান, রোববার (২৩ এপ্রিল) আদিবুর পরিবারের সদস্যদের সাথে তার বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। সেখান থেকে মঙ্গলবার সকালে তাদের আরেক আত্মীয় বহরিয়া রাশিদিয়া মাদ্রাসা সম্মুখে মরহুম ওয়াদুদ মাওলানার বাড়িতে বেড়াতে যায়। দুপুরে এই মাদ্রাসার ৫ জন শিক্ষার্থীসহ আদিবুর নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নৌ ফায়ার সার্ভিস ইউনিটে খবর দেয়।
চাঁদপুর ফায়ার সার্ভিস নৌ ইউনিটের ইনচার্জ কবির হোসেন জানান, সংবাদ পেয়ে আমরা ১টা ২০ মিনিটে ঘটনাস্থলে রওনা হই। ডুবুরিসহ ৬ জনের একটি টিম সন্ধ্যা ৭টা পর্যন্ত ঘটনাস্থল এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুরের উপ-সহকারী পরিচালক মোঃ সাহিদুল ইসলাম জানান, সন্ধ্যার পরে আমাদের ডুবুরিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করার নিয়ম নেই। বুধবার (২৬ এপ্রিল) সকাল থেকে আবারও নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে উদ্ধারের চেষ্টা করা হবে। আমাদের অভিজ্ঞতা বলছে, মেঘনা নদীতে কোনো ব্যক্তি ডুবে গেলে ঘটনাস্থল এলাকায় উদ্ধার করা সম্ভব হয় না।