শনিবার, ০১ মার্চ, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দিন
জিএম আবদুল কাদির ॥

গতকাল ২৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় মতলব দক্ষিণের মুন্সিরহাটে সিরাজুল হক হাজরা বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সিরাজুল হক হাজরা বালিকা বিদ্যালয়ের সভাপতি মোঃ আবুল কালাম হাজরার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ শামীম আহাম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট রুহুল আমিন রুহুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দিতে হবে এ সরকারের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তাসলিমা আক্তার আঁখি, মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ এমএ মালেক, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাখাওয়াত উল্লাহ, মতলব পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম হাজরা, সাবেক এএসপি মোঃ শাহ আলম বকাউল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিরাজুল হক হাজরা বালিকা বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোঃ মফিজুল ইসলাম মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না, মতলব পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর মোঃ তামিম ও যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন প্রধান। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান। কোরআন তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম হাজরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়