বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

আজ চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন
গোলাম মোস্তফা ॥

আজ চাঁদপুর শহরের চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন (২০২৩-২০২৫) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশনার। নির্বাচনে মোট ভোটার ১৭৩ জন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাঁদপুর পৌর পাঠাগারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ১৩টি পদের মধ্যে ৪টি পদে একাধিক প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার শাহ মোঃ আঃ কুদ্দুছ এবং নির্বাচন কমিশনার মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, আলহাজ্ব কাজী হুমায়ুন কবির ও চাঁদপুর পৌরসভার কাউন্সিলর সোহেল রানা ও অ্যাডঃ খোরশেদ আলম নির্বাচনের দায়িত্বে রয়েছেন।

প্রার্থীরা কে কোন্ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন : সভাপতি পদে মোঃ জাকির লস্কর (আম), মোঃ আলী শিকদার (আনারস) ও মোঃ ইউনুছ খান (মোমবাতি)। সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মাসুদ রানা (ছাতা)। সহ-সভাপতি পদে নজরুল ইসলাম (মোবাইল) ও উত্তম ঘোষ (কলার ছড়া)। সাধারণ সম্পাদক পদে হারুন হাওলাদার (প্রজাপতি) ও কবির হোসেন খান (গোলাপফুল)। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান (চশমা) ও মোঃ নূর মোহাম্মদ কাজী (দোয়াত কলম)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ নাছির উদ্দীন (ক্রিকেট ব্যাট) ও মোঃ মমিন মিয়া (ফুটবল)। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আলমগীর খান (হারিকেন) ও সাইফুল ইসলাম রতন (চেয়ার)। কোষাধ্যক্ষ পদে মোঃ মানিক হোসেন ঢালী (উড়োজাহাজ)। দপ্তর সম্পাদক পদে মোঃ ফারুক হোসেন (ব্ল্যাক বোর্ড)। প্রচার সম্পাদক পদে মোঃ ফরিদ গাজী (বাইসাইকেল)। কার্যনির্বাহী সদস্য পদে মোঃ বিল্লাল মিজি (টিয়া পাখি), মোঃ সোহাগ বেপারী (দেয়ালঘড়ি), আরিফুর রহমান (সিলিং ফ্যান) ও আবুল বাশার গাজী (তালা)।

১৩টি পদের মধ্যে ৪টি পদে একাধিক প্রার্থী না থাকায় সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মাসুদ রানা, কোষাধ্যক্ষ পদে মানিক ঢালী, দপ্তর সম্পাদক পদে মোঃ ফারুক ভূঁইয়া, প্রচার সম্পাদক পদে মোঃ গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার শাহ মোঃ আঃ কুদ্দুছ বলেছেন, নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। এমনকি নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেজন্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নির্বাচন সফলভাবে সম্পন্ন করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়