বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

যুগান্তর দেশ ও জাতির কল্যাণে কাজ করে
মাহবুব আলম লাভলু ॥

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল বলেন, যুগান্তর দেশ ও জাতির কল্যাণে কাজ করে, কখনো যুগান্তর অন্যায়ের কাছে মাথা নত করে না। যুগান্তর তার নীতিনির্ধারণী ঠিক রেখে সত্যের পথে থেকে হাঁটি হাঁটি পা পা করে তার পথ চলায় দুই যুগে পদার্পণ করেছে। যুগান্তর সাদাকে সাদা, কালোকে কালো বরাবরই মেনে চলছে।

বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে দৈনিক যুগান্তরের দুযুগ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি কথাগুলো বলেছেন। অনুষ্ঠানে যুগান্তরের মতলব প্রতিনিধি ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকম-লীর সভাপতি কাজী মিজানুর রহমান, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শামসুজ্জামান ডলার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, আরটিভি প্রতিনিধি ইস্রাফিল খান বাবু, সাবেক সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ তুহিন, প্রেসক্লাবের সদস্য সফিকুল ইসলাম রানা, তাইজুল ইসলাম সাগার, কামরুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়