মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০০

আজ আইনগিরি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্র্তি অনুষ্ঠান
ফরহাদ চৌধুরী ॥

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আইনগিরি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি আজ ৭ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিদ্যালয় ভবনসহ আশপাশে শিল্পীর তুলির আঁচড়ে বিখ্যাত ব্যক্তিদের বাণী বিভিন্ন দেওয়ালে শোভা পচ্ছে। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বেসিক এইড এন্ড হস্পিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আব্দুল কাদের জানান, ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। উদ্বোধন করবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শাহজাহান শিশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মোঃ গোলাম হোসেন, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের, সাবেক যুগ্ম সচিব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান জানান, প্রতিষ্ঠাতাদের কবর জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে র‌্যালি, আলোচনা সভা, কৃতী শিক্ষার্থী, প্রাক্তন খ্যাতিমান শিক্ষার্থী, ২০২২ সালের এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা প্রদান করা হবে। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও পরিচালনা পর্ষদের সদস্যসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়