মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০০

সুযোগ ও সক্ষমতার সমন্বয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে দেশ ও জাতি এগিয়ে যাবে
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জে প্রশিক্ষিত যুব নারী-পুরুষদের মাঝে কর্মসংস্থান ব্যাংকের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে ২১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সাবেক সিনিয়র সচিব ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুল আমিন। এ সময় তিনি বলেন, সুযোগ ও সক্ষমতার সমন্বয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে দেশ ও জাতি এগিয়ে যাবে। অনুদান ও ঋণের মাধ্যমে সুযোগ তৈরি এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে এই দুইয়ের সমন্বয় করা হচ্ছে। যুব উন্নয়নে কর্মসংস্থান ব্যাংকের ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কার্যকর ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, প্রতিটি ক্ষেত্রে তৃণমূল পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষা, জামানতবিহীন ঋণ ও প্রণোদনার মাধ্যমে নারীদের সামনে এগিয়ে আনাসহ দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুননেছা, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, হিসাব বিভাগের মহাব্যবস্থাপক গৌতম সাহা ও বিভাগীয় উপ-মহাব্যবস্থাপক আব্দুর রহিম।

কর্মসংস্থান ব্যাংকের চাঁদপুর অঞ্চলের ব্যবস্থাপক মোঃ কবীর হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক ফখরুল ইসলাম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়