রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২, ০০:০০

হাইকোর্টে জেলা বিএনপির নেতা-কর্মীর আগাম জামিন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরে সম্প্রতি পুলিশের দায়ের করা একটি মামলায় বিএনপির ৫২ নেতা-কর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মামলায় জামিন চেয়ে বিএনপি নেতাদের করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ তাদের আগাম জামিন মঞ্জুর করেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোঃ বশির উল্লাহর বেঞ্চ এবং বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলামের বেঞ্চ চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বিএনপির নেতা-কর্মীদের নামে দায়ের করা পুলিশের মামলায় এ জামিন আবেদন মঞ্জুর করেন।

হাইকোর্টে সশরীরে জামিন আবেদনের সময় দলীয় নেতা-কর্মীদের সাথে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক উপস্থিত ছিলেন। একই মামলার আসামি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমসহ ৬ জন চাঁদপুরের আদালত থেকে জামিন লাভ করেন রোববার। বাকি নেতা-কর্মীদের জামিন হয় হাইকোর্ট থেকে।

তাদের আইনজীবী কায়সার কামাল বলেন, এই মামলায় ৬ সপ্তাহের মধ্যে আসামিদের সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন হাইকোর্ট বেঞ্চ। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িতদের হয়রানি করতে নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, ৮ ডিসেম্বর বিকেলে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়। তারা দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হলে পুলিশ তাদেরকে টিয়ারসেল মেরে রাস্তার উপর থেকে সরিয়ে দেয়।

ওইদিন রাতে এসআই রাশেদুজ্জামান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে ১ ও ২নং আসামী, ৫৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৫০ জনসহ মোট ২০৮ জনের বিরুদ্ধে মামলা করে। যার নং ১৭/২০২২।

জানা যায়, এ মামলায় ক’জন নেতা-কর্মীকে রোববার রাতে আটকও করেন মামলার তদন্ত কর্মকর্তা নতুনবাজার পুলিশ ফাঁড়ির এসআই মিন্টু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোড ও মেথারোড সংযোগস্থলের পাকা রাস্তার উপর ৮ ডিসেম্বর ২শ’ থেকে ২৫০ জন নেতা-কর্মী লোকজনের চলাচল বাধা সৃষ্টি করে সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের উপর আক্রমণ, জখম, শারীরিক ও মানসিক চাপ সৃষ্টির অপরাধে পুলিশ এ মামলা দায়ের করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়