রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২, ০০:০০

প্রতিবন্ধীরা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ উন্মুক্ত পদ্ধতিতে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতাভোগী বাছাই কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ে এর উদ্বোধন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী। তিনি বলেন, প্রতিবন্ধীরা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বর্তমান সরকার সমাজের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নানামুখি কর্মসূচি গ্রহণ করেছেন। বয়স্ক ভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানাভাবে তাদের সহযোগিতা অব্যাহত রাখা হচ্ছে। এই প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করতে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই কাজ চলছে। আশা করি, এই কর্মসূচির মাধ্যমে প্রকৃত ভাতাভোগীরা সুবিধা পাবে। এদেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের সারিতে নিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা প্রতিবন্ধীরা নিজেদের মেধা শ্রমের মাধ্যমে দেশকে অর্থনৈতিক মুক্তিদানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান পরান, কাউন্সিলর মোহাম্মদ হোসেন, জাকির হোসেন গাজীসহ কাউন্সিলবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা অফিসসূত্রে জানা যায়, সঠিক ব্যক্তি যাতে সহজেই ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে সেজন্যে সরকার ২০২২-২৩ অর্থবছরে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের আওতায় এই কর্মসূচি শুরু করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়