বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ০০:০০

পারিবারিক কবরস্থানে শায়িত হলেন জেলা জাপা নেতা কামাল পাটোয়ারী
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারী নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে চিরশায়িত হয়েছেন। গতকাল ১১ নভেম্বর শুক্রবার বাদ জুমা সদর উপজেলার দক্ষিণ হামানকদ্দি পাটোয়ারী বাড়ি জামে মসজিদ সম্মুখে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খানের পরিচালনায় মরহুমের কর্মময় জীবন ও আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডঃ আঃ লতিফ শেখ, ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আঃ রশিদ, মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু পাটোয়ারী, জেলা জাতীয় পার্টির নেতা সিরাজুল ইসলাম সিরু মিজি প্রমুখ।

সবশেষে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে মন্জুর আহমেদ সনি। জানাজায় ইমামতি করেন শাহতলী আলিয়া মাদ্রাসা মসজিদের পেশ ইমাম মাওঃ মিজানুর রহমান। পরে চাঁদপুর জেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

উল্লেখ্য, কামাল উদ্দিন পাটোয়ারী ঢাকাস্থ বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ নভেম্বর বিকেল ৩টায় মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়