প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মিজানুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মোঃ আসিফ রহমান জিসান ও পুত্রবধূ সাবরিনা রহমান হৈমন্তী উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রা করেছেন। তারা গত ২ অক্টোবর রাত সাড়ে ৩টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে ফিনল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তারা ফিনল্যান্ডের ল্যাব ইউনিভার্সিটি অব অ্যাপলাইড সায়েন্সেস-এ উচ্চশিক্ষা গ্রহণ করবেন।
আসিফ রহমান জিসান ইন্টারন্যাশনাল ট্যুরিজম এন্ড ইভেন্ট ম্যানেজম্যান্ট বিষয়ে এমবিএ এবং সাবরিনা রহমান হৈমন্তী ব্যাচেলর অব ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিষয়ে কোর্স করবেন। তারা দুজনই স্টুডেন্ট ভিসা পেয়ে এই বিদেশ যাত্রা।
সময় স্বল্পতার জন্যে তারা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ শুভাকাক্সক্ষীদের সাথে দেখা করতে পারেননি বলে দুঃখ প্রকাশপূর্বক সকলের দোয়া কামনা করেছেন।