বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২২, ০০:০০

চাঁদপুর-লাকসাম রেলপথ স্টেশন ভবন ও রেলওয়ে ব্রিজসহ জিআইবিআর’র বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ রেলওয়ের বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে গভর্নমেন্ট ইন্সপেক্টর অব বাংলাদেশ রেলওয়ে (জিআইবিআর) পার্থ সরকারের নেতৃত্বে চট্টগ্রাম রেলওয়ের সকল পর্যায়ের বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তা চাঁদপুর-লাকসাম রেলপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন। রেলওয়ের বার্ষিক সরকারি এই পরিদর্শনে লাকসামণ্ডচাঁদপুর রেলপথ, স্টেশন ভবন, রেলওয়ের ব্রীজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা তাঁরা দেখেন।

গত ৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টায় লাকসাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে তাঁরা পরিদর্শন শুরু করেন। পথিমধ্যে চিতোষী, শাহরাস্তি, মেহের, হাজীগঞ্জ, মধুরোড, শাহাতলী, চাঁদপুর কোর্টস্টেশন ও চাঁদপুর স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্টেশন সমূহ, রেলপথ, রেলওয়ের ব্রীজ সমূহসহ এবং বিভিন্ন রেলওয়ের স্থাপনা তারা পরিদর্শন করেন।

তাঁরা রেলওয়ের একটি স্পেশাল ট্রেন পরিদর্শন কার ও ৫টি মোটর ট্রলিযোগে চাঁদপুরে আসেন। জিআইবিআর চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে রেলওয়ে বড় স্টেশন মোলহেড পরিদর্শন করেন।

পার্থ সরকারকে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ চাঁদপুর শাখার পক্ষ থেকে সভাপতি মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। চাঁদপুর স্টেশনের পক্ষ থেকে জিআইবিআর’র কাছে চাঁদপুর-লাকসামসহ দেশের বিভিন্ন রেলপথে ট্রেন ভিড়ানোর জন্য দাবি জানানো হয়। এছাড়া চাঁদপুর রেলওয়ে এলাকায় গভীর নলকূপ স্থাপন, ট্রেন যাত্রীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, রেলওয়ে কর্মচারীদের বাসস্থান (কোয়ার্টার) মেরামতসহ বিভিন্ন দাবি লিখিতভাবে তাঁদের দেয়া হয়।

জিআইবিআর পার্থ সরকার সকল দাবি শুনে এ সব ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি চাঁদপুুরের ওয়াসফিট পরিদর্শন শেষে আরো জানান, চাঁদপুরে দীর্ঘ বছর ধরে অকেজো হয়ে পড়ে থাকা রেলওয়ে ওয়াসফিসটি দ্রুত চালু করা হবে।

পরিদর্শনকালে জিআইবিআর-এর সাথে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী (ডিএন-১) আবু হানিফ, বিভাগীয় পরিবহন কর্মকর্তা ডিটিও তারেক মোহাম্মদ ইমরান, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী তন্নয় পাটওয়ারী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মোঃ জাহিদ হাসান, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) সজিব হাসান নির্ঝর, রেলওয়ে বিভাগীয় কমান্ডেন্ট (আরএনবি) চট্টগ্রাম রেজাউন রহমান, সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ মোরসালিন, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুরাদ উল্লাহ্ বাহার, চাঁদপুর স্টেশন মাস্টার শোয়েবুর শিকদার, এসএসএই (ওয়ে) লাকসাম মোঃ লিয়াকত আলী মজুমদার, টিআই লাকসাম মহিউদ্দিন পাটওয়ারী, এসএসএই (পূর্ত) লাকসাম আতিকুর রহমান আখন্দ, হেড টিএক্সআর জাকির হোসেন, বিদ্যুৎ প্রকৌশলী হারুন-অর-রশিদ।

দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জিআইবিআর বলেন, চাঁদপুরে যে ধরনের সমস্যা জানলাম তা আস্তে আস্তে সমাধানের উদ্যোগ নেয়া হবে। তবে আগামী বছর ৭০টি নতুন বগী আসবে। তখন যে লাইনে সংযোজন করা হবে সেখান থেকে পুরাতন বগী সংস্কার করে চাঁদপুরে আরেকটি মেঘনা এক্সপ্রেস ট্রেন চালু করার যে সিদ্ধান্ত রয়েছে তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়