প্রকাশ : ০৮ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলায় এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচন। আজ ৮ অক্টোবর শনিবার এ নির্বাচন। মূলত সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ১৯টি পদ রয়েছে। কিন্তু ১৯টি পদের মধ্যে ১৬টি পদে নির্বাচন হচ্ছে না। বাকী ৩টি পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন হচ্ছে। এই ৩টি পদে অর্থাৎ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭জন প্রার্থী। এরা হচ্ছেন সভাপতি পদে শফিকুর রহমান (ছাতা), মেজবাহ উদ্দিন চৌধুরী (চেয়ার) ও মোঃ হেলাল আহমেদ (মোমবাতি)। সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হচ্ছেন খাজা আনোয়ার আহমেদ (আনারস) ও আক্তার হোসেন খান সুমন (মাছ)। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহাঙ্গীর আলম শোভন (ফুটবল) ও কামাল হোসেন মিয়াজী (চশমা)।
বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬২। এসব ভোটার আজ ৮ অক্টোবর গোপন রায়ে এই প্রথমবারের মতো তাদের আগামীর ৩ বছরের নেতৃত্ব নির্বাচন করবেন।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে উল্লেখিত প্রার্থীদের পোস্টার, ব্যানার শুধু চাঁদপুর শহরেই নয়, পুরো জেলাব্যাপী রয়েছে। এসব পোস্টার, ব্যানার ও পেস্টুন সকলের নজর কেড়েছে।
প্রার্থীরা প্রতীক পাওয়ার পর পরই নিজেদের বিজয় ছিনিয়ে আনার যুদ্ধ শেষে আজ বিজয়ের হাসির দিন। শেষ হাসি কে হাসছেন এটি এখন দেখার অপেক্ষায়।
আজ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে চাঁদপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে। জেলার সকল উপজেলা থেকে এই সকল ভোটার ভোট দিবেন।
নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার এমআই মমিন খান জানান, নির্বাচন বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনী সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতি চাঁদপুর জেলা শাখার এই প্রথমবারের মতো নির্বাচন হওয়ায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শহরের সুধীজন নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানান।
আজকের নির্বাচন সফলভাবে সফল করার জন্যে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন।